ধর্মশালায় চলছে জমজমাট লড়াই

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৯:৪৬

ধর্মশালায় অজিদের বিপক্ষে চূড়ান্ত টেস্টের দ্বিতীয় দিন আত্মবিশ্বাসের সঙ্গেই নিজেদের লড়াই চালিয়ে গেলেন ভারতীয় ব্যাটসম্যানরা৷দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের রান ছয় উইকেটে ২৪৮। অস্ট্রেলিয়ার থেকে ৫২ রানে পিছিয়ে ভারত৷ হাতে অবশ্য এখনও ৪ উইকেট।

গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়কের না থাকাটা একটা বড় ফ্যাক্টর৷ একপ্রকার ঝুঁকি নিয়েই তাঁর পরিবর্তে দলে সুযোগ করে দেওয়া হয়েছিল কুলদীপ যাদবকে৷ আর অভিষেক টেস্টে নেমে সবাইকে চমকে দেন তিনি৷ চার-চারটি উইকেট তুলে নিয়ে অজিবাহিনীকে ৩০০ রানে গুটিয়ে দেওয়ায় রাতারাতি টিম ইন্ডিয়ার ‘ওয়ান্ডার বয়’ হয়ে উঠেছেন কুলদীপ৷ এটা অবশ্য প্রথম দিনের গল্প।

দ্বিতীয় দিনের কাজটা ছিল ভারতীয় ব্যাটসম্যানদের৷ মুরলী বিজয় তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে গেলেও রাহুল ও পূজারার পার্টনারশিপে স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে৷ ৪৬ রান করে আউট হন নেতার দায়িত্বে থাকা রাহানে৷ তবে নাথান লিয়নের দাপুটে স্পিনের সামনে টিকতে পারেননি করুণ নায়ার, অশ্বিনরা৷ ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান (১০) ও জাদেজা (১৬)৷

স্মিথদের এখন টার্গেট একটাই৷ তৃতীয় দিনের শুরুতেই বিপক্ষকে অল-আউট করে দ্বিতীয় ইনিংসে বড় রানের লক্ষ্যে পৌঁছে যাওয়া৷ তবে টিম ইন্ডিয়াও যে ছেড়ে কথা বলবে না, তা ব্যাটে-বলে প্রমাণ করে চলেছেন ক্রিকেটাররা৷ ধর্মশালায় অজি বধ করে কাঁধে চোট অধিনায়ককে সিরিজ উপহার দিতে বদ্ধপরিকর রাহানে অ্যান্ড কোম্পানি৷ তবে ফল যাই হোক, দু’পক্ষই হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ায় আপাতত জমজমাট শেষ টেস্ট৷

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩০০ (স্মিথ-১১১)

ভারত প্রথম ইনিংস: ২৪৮/৬ (রাহুল৬০, পূজারা ৫৭)

(ঢাকাটাইমস/২৬মার্চ/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে, দাবি লা লিগা সভাপতির

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি আসর খেলার রেকর্ড সাকিব-রোহিত শর্মার

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

এই বিভাগের সব খবর

শিরোনাম :