ধানমন্ডি থানার জন্য নির্মিত হচ্ছে আট তলা ভবন

আশিক আহমেদ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৭, ০৮:২১
অ- অ+

ধানমন্ডি থানার জন্য আট তলা ভবন তৈরি করা হচ্ছে। ছয় নম্বর সড়কের ২১ নম্বর বাড়ি ভেঙ্গে নির্মাণ করা হবে অত্যাধুনিক থানা ভবন। অস্থায়ী ভিত্তিতে থানার কাজ চলছে ৪/এ নম্বর সড়কের ৫১ নম্বর বাড়িতে। কিন্তু অভিযোগ উঠেছে, জনগণকে যথাযথভাবে জানানো হয়নি থানার সাময়িক স্থানান্তরের বিষয়টি। ফলে দুর্ভোগে পড়েছে নানা সমস্যা নিয়ে আসা মানুষজন।

গত ২২ মার্চ নতুন বাড়িতে থানা সরিয়ে নেওয়া হয়। ধানমন্ডি থানা সরিয়ে নেওয়া হলেও কোন ধরনের সাইনবোর্ড অথবা বিজ্ঞপ্তি দেয়া হয়নি। তবে পুলিশ বলছে, জনগণের দুর্ভোগের অভিযোগ সঠিক নয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত ২২ মার্চ থেকে দুইজন কনস্টেবল প্রতিদিন আট ঘন্টা করে পুরান থানায় দায়িত্ব পালন করছেন। যেদিন থানা সবকিছু সরিয়ে নেয়া হবে, সেদিন সাইনবোর্ড অথবা বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে জানিয়ে দেয়া হবে।

গতকাল সোমবার বিকালে সরেজমিনে ধানমন্ডি থানা পরিদর্শনে দেখা গেছে, ধানমন্ডি ছয় নম্বর সড়কের ২১ নম্বর বাড়ি থেকে থানা পুরাতন কাগজপত্র পুলিশের গাড়িতে সরিয়ে নেয়া হচ্ছে। সামনে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে গল্পগুজব করছেন। উপ-পরিদর্শক মকবুল হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এখানে নতুন ভবন তৈরি করা হবে।

ধানমন্ডির ৪/এ নম্বর সড়কের ৫১ নম্বর বাড়িতে গিয়ে দেখা গেছে, সাদা রংয়ের তিন তলা ভবনটি প্রতিমাসে নয় লাখ টাকায় ভাড়া নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ভবনেই চলছে থানার সকল কার্যক্রম। ইতোমধ্যে সকল কর্মকর্তা চলে এসেছেন। ডিউটি অফিসার মমিনুল ইসলামও তার দায়িত্ব পালন করছেন নতুন এই অফিসেই।

২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে ধানমন্ডির ছয় নম্বর সড়কের বাড়িটি বরাদ্দ দেয়া হয়। ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে বরাদ্দ বাতিল করে বাড়িটিকে ‘ধানমন্ডি থানা’ হিসেবে প্রতিষ্ঠিত করে। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে শেখ রেহানা নিজেই তার নামে বরাদ্দকৃত বাড়িটি বাংলাদেশ পুলিশের জন্য দান করেন।

জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ বলেন, ‘যেখানে আমাদের পুরাতন থানা ছিল সেখানে আট তলা ভবন তৈরি হবে। আট তলা ভবন তৈরি হলে আমরা আবার সেখানে ফিরে যাব। সাময়িক কার্যক্রমে অসুবিধা হওয়ার কারণে এই বাড়িটি ভাড়া নিয়ে থানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী ঢাকাটাইমসকে বলেন, ‘গত ২২ মার্চ ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ধানমন্ডি থানার নতুন ভবনের উদ্বোধন করেন। তখন সাংবাদিকরা সংবাদ পরিবেশন করেছিলেন। তখন আমাদের ডিএমপি নিউজ পোর্টালেও সংবাদ পরিবেশিত হয়েছিল’।

ঢাকাটাইমস/ ৪ এপ্রিল/এএ/এসএএফ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালিত, কর্মসূচি চলবে
অবশেষে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সতর্কতায় ৩ নম্বর স্থানীয় সংকেত
শারীরিক শক্তি ও প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে লাল মাংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা