টানা বর্ষণে শরীয়তপুরে ফসলের ক্ষতির আশঙ্কা

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ১৯:০৩
অ- অ+
ফাইল ছবি

শরীয়তপুরে পাঁচ দিনের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে রবি শস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

সোমবার সকাল থেকেই থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি আর হিমেল হাওয়া বইছে। নিম্নচাপের কারণে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলায় যেন আঁধার নেমে এসেছে। সেই সাথে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত পাঁচ দিনের টানা বর্ষণে সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হতে দেখা যায়নি। সবচেয়ে বিপদে পড়েছে খেটে খাওয়া চরাঞ্চলের নিম্ন আয়ের দিনমজুর, কৃষকসহ স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা। এতে করে তাদের জীবনযাত্রার মান ব্যাহত হয়ে পড়েছে।

এছাড়া, বর্ষণের কারণে শরীয়তপুরের মঙ্গলমাঝির ঘাট ও ইব্রাহিমপুর ঘাটের নৌচলাচল বন্ধ রয়েছে।

কোর্ট এলাকার ব্যবসায়ী দিন ইসলাম বলেন, সকাল থেকে থেমে থেমে বৃষ্টির কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাতের কারণে বোর ধান, ভুট্টা, রসুন ও কিছু রবি শস্যের ক্ষতি আশঙ্কা আছে।

আংগারিয়ার দাসপাড়ার বিমল বলেন, আমাদের বাড়িতে বৃষ্টিতে হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সেই পানি এর থেকে আমরা স্থায়ী সমাধান চাই।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা