মাধবপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগান এলাকা থেকে সোমবার সকালে আল সুমা (১৭) নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই বাগানের জহির মিয়ার মেয়ে এবং জগদীশপুর জেসি উচ্চ বিদ্যায়ের নবম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বসতঘরের তীরের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর জানান, লাশ ময়নাদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাধবপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাবে না।
(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/জেবি)