খুলনায় স্বর্ণ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা
বু্যরো প্রথান, খুলনা
প্রকাশিত : ২৪ জুন ২০১৭, ২৩:৪২

খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে এক স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কমল পাল (৪০)।
আজ শনিবার রাত ১০টার দিকে আটরা বাইপাস রেল লাইনের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, খুলনার ইসটান গেট এলাকার নিউ ভাই বন্ধু জুয়েলার্স'র মালিক ছিলেন কমল পাল। তার পিতার নাম অমুল্য পাল।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন ছিনতাইকারীরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
(ঢাকাটাইমস/২৪জুন/ব্যুরো প্রধান/ ইএস)

মন্তব্য করুন