খালেদার গাড়িবহরে ফের হামলার অভিযোগ, দুই বাসে আগুন

আরিফ আজম, ফেনী থেকে
| আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৮:৫৪ | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ১৭:৫১

রোহিঙ্গাদের দেখে কক্সবাজার থেকে ফেরার পথে ফেনীর মহিপালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে আবারো হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। খালেদার গাড়িবহর লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে বলে অভিযোগ তাদের।

হামলায় গাড়িবহরের কোনো গাড়ির ক্ষতি না হলেও দুর্বৃত্তদের ছোড়া ককটেলে দুটি বাসে আগুন ধরে যায়। নেতাকর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায় বলে দাবি বিএনপির।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়ার গাড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অতিক্রম করার পরপরই বহরের গাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় দুটি বাসে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা অপেক্ষমাণ বিএনপি-যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা লাঠি-সোটা ও ইট-পাটকেল নিয়ে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ঢাকাটাইমসকে জানান, বেগম খালেদা জিয়ার গাড়িকে লক্ষ্য করেই হামলার চেষ্টা হয়েছে। হামলাকারীদের নিক্ষেপ করা ককটেল দুটি বাসে পড়লে আগুন ধরে যায়।

এর আগে শনিবার কক্সবাজার যাওয়ার পথে ফেনীর ফতেহপুরে গাড়িবহরে হামলা চালিয়ে ১৫-১৬টি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত শনিবার দুপুরে খালেদা জিয়া কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা করেন। গতকাল সোমবার তিনি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে এসে রাত যাপন করেন। মঙ্গলবার দুপুরের দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছেন।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ মিথ্যার ওপর টিকে আছে: মির্জা ফখরুল

প্রস্তাবিত বাজেটে দুর্নীতি আরও বাড়বে: জমির উদ্দিন সরকার

বিএনপি নেতাদের আর ক্ষমতার বাইরে থাকা সহ্য হচ্ছে না: হাছান মাহমুদ

গুটি কয়েক অলিগার্কদের সর্বত্র সুবিধা দিতে এ বাজেট: আমির খসরু 

দুর্নীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: বাংলাদেশ কংগ্রেস

যারা ছয় দফা মানে না, তারা স্বাধীনতায় বিশ্বাস করে না: ওবায়দুল কাদের

ছয় দফা দিবস: বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রী ও আ.লীগ নেতাদের শ্রদ্ধা

সন্ধ্যায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা

মানুষের উপর খড়গ চালিয়ে লুটপাটের জন্য এই বাজেট: সমমনা জোট

ঘোষিত বাজেট দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না: জামায়াত

এই বিভাগের সব খবর

শিরোনাম :