হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৪, ১১:২৮
অ- অ+
ফাইল ফটো

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

মৃত নাঈম ইসলাম (২১) চকবাজার এলাকায় একটি কসমেটিকের দোকানের কর্মচারী ছিলেন। তিনি চকবাজারের বড়কাটারা এলাকার নজরুল ইসলামের ছেলে।

নাঈমের বন্ধু হৃদয় জানান, “বৃহস্পতিবার রাতে তারা চকবাজার থেকে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে শনির আখড়ায় যাচ্ছিলেন। নাঈম মোটরসাইকেলের পেছনে বসেছিলেন। যাত্রবিাড়ী এলাকার কলাপট্টি নামক স্থানে পৌঁছলে ফ্লাইওভারের ওপরে পেছন থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদেরকে ওভারটেক করে। এসময় হৃদয়ের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে দুজনই ছিটকে পড়ে ফ্লাইওভারের নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে ধাক্কা লেগে অচেতন হয়ে পড়েন। সেখানে থাকা লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”

(ঢাকাটাইমস/৭জুন/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা