দুর্নীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: বাংলাদেশ কংগ্রেস

দুর্নীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণ শাখা এই কর্মসূচির আয়োজন করেন।
কাজী রেজাউল হোসেন বলেন, “দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে সরকারের কোনো কার্যকর ব্যবস্থা নেই। দুর্নীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। আজ বাজারের নিয়ন্ত্রণ চলে গেছে সরকারের অসাধু সিন্ডিকেটের কাছে। সরকারের কিছু ব্যক্তি এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে অধিক মুনাফার আশায় একটার পর একটা জিনিসের কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে চলেছে। এক্ষেত্রে সরকারের উপযুক্ত নজরদারি নেই। সরকারের উদাসীনতায়ই এত দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।”
তিনি বলেন, “দেশের শীর্ষ পর্যায়ের দুই জন যারা দেশের আইন প্রয়োগ ও দেশের সর্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ তারা আজ দুর্নীতিগ্রস্ত। সাধারণ জনগণ তাদের নিয়ে আজ কটাক্ষ করে। তাদের দুর্নীতির বিষয় দেশ ও জাতীর ভাবমূর্তি ম্লান করে দিচ্ছে। অন্যায়কারী অন্যায় করে যদি সেল্টার না পায় সে অন্যায় করতে সাহস পায় না। তাই অন্যায়কারীদের যারা সেল্টার দেয় বা দিচ্ছেন জনগণকে সঙ্গে নিয়ে তাদের মূলোৎপাটন করতে হবে।”
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব মো. ইয়ারুল ইসলাম বলেন, “দুর্নীতি হয় সরকারের পৃষ্ঠপোষকতায় বা উদাসীনতায়। সরকার যদি সব মন্ত্রণালয়, সংস্থা, প্রতিষ্ঠান ও বাহিনীর প্রধানদের দুর্নীতি বন্ধের নির্দেশ দেয় এবং নজর রাখে, তাহলে দুর্নীতি সংঘটন আদৌ সম্ভব নয়।”
বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক লায়ন আল-আমীন বেপারীর সভাপতিত্বে মানববন্ধনে বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ও মো. আব্দুল আওয়াল, যুগ্ম মহাসচিব মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৭জুন/এমআই/এফএ)

মন্তব্য করুন