যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ চারে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুলাই ২০১৮, ১০:৫২ | প্রকাশিত : ২০ জুলাই ২০১৮, ০৮:৩৬

শিকাগোতে স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড কাপ ফুটবলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিলো বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে হারিয়ে সেমির টিকিট পায় লাল-সবুজরা।

ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে বাংলাদেশকে এগিয়ে নেন সোহান। এর দ্বিতীয়ার্ধে দ্বিতীয় এবং জয়সূচক গোলটি করেন আতিফ এবং রহমত।

তার আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তারপর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকে বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্রকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে নিজেদের অবস্থান করে নিলো লাল-সবুজরা।

১৯৬৮ সালে বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জপ্রাপ্ত মানুষের জন্য শিকাগোতে প্রতিষ্ঠিত হয় বিশেষ অলিম্পিক এই প্রতিযোগিতা। ২০১৮ সালে এই অলিম্পিকের ৫০ তম আসরে বাংলাদেশসহ আটটি মহিলা দল এবং ১৬টি পুরুষ দল অংশগ্রহণ করছে।

স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে গত ১৬ জুলাই ১৫ সদস্যের দল নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেয় বাংলাদেশ। বাংলাদেশ দলের কোচের ভূমিকায় আছেন পরিতোষ দেওয়ান।

বাংলাদেশ দল: সজিব বিশ্বাস, মিজানুর রহমান, হাসিব রানা হামিমি, কাওসার আলম ইকামাম, মাসুদুর রহমান, রিপন মিয়া, রেজওয়ানুল হক, জিহাদুল ইসলাম ও শরিফুল ইসলাম (খেলোয়াড়), মাহমুদুল হাসান কিরণ, মোহাম্মদ জুয়েল, স্বপন কুমার দাস, রহমত মিয়া, সোহানুর রহমান, আরাফাত মিয়া।

(ঢাকাটাইমস/২০ জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে, দাবি লা লিগা সভাপতির

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি আসর খেলার রেকর্ড সাকিব-রোহিত শর্মার

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

এই বিভাগের সব খবর

শিরোনাম :