বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হোন: এলজিআরডি মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুলাই ২০১৮, ২০:১১ | প্রকাশিত : ২০ জুলাই ২০১৮, ১৫:১০

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রাখার বিষয়ে দলের নেতাদেরকে সতর্ক করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা এবং এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার ফরিদপুর শহরের বদরপুরের নিজ বাড়িতে ফরিদপুর কোতয়ালি থানা আওয়ামী লীগের নেতা এবং ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পর পর তিনবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারলে এই জাতিকে উন্নত বিশ্বে নিয়ে যেতে পারবে। এই সুযোগটা আমাদের কোনো মতে হাতছাড়া করা যাবে না। এটাকে কোনো রকম হালকাভাবে নেওয়া যাবে না।’

‘এই নির্বাচনে জয় লাভ করতে হলে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর যার যতটুকু শক্তি আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।’

‘আমি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত জোর করে মিনতি জানাই, নিজেদের মধ্যে ভুল, ভ্রান্তি বা বিভেদ সৃষ্টি করে আমরা যেন আত্মঘাতী কোনো পরিবেশ তৈরি না করি।’

আগামী নির্বাচনকে জাতির জন্য এবং আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে জয়ী হতে হলে আমাদের সাংগঠনিক সর্বশক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।’

অনুষ্ঠানে সদর উপজেলার ১২টি ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কৃষক লীগের কেন্দ্র্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুর রহমান দোলন এবং ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী প্রমুখ।

ঢাকাটাইমস/২০জুলাই/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি 

বিএনপির আরও চার নেতা বহিষ্কার

নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সালামের স্থায়ী জামিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউ করেনি: ওবায়দুল কাদের 

সরকারের লোকদের লুটপাটের খবর বের হতে শুরু করেছে: রিজভী

নিখোঁজ ছাত্রদল নেতা আনিসের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

এই বিভাগের সব খবর

শিরোনাম :