জেন্ডার সমতা-নারীর ক্ষমতায়নে ভূমিকা: মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রশংসা জাতিসংঘের আন্ডার সেক্রেটারির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৪, ১৯:১১
অ- অ+

জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে ভূমিকার রাখার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশন্স পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) এর নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম।

বৃহস্পতিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির সঙ্গে সাক্ষাৎ করে এই প্রশংসা করেন তিনি।

সাক্ষাৎকালে ড. কানেম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন প্রশংসনীয়। তিনি আরও বলেন, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শক্তিশালী ভূমিকার রাখায় সাধুবাদ।

এ সময় প্রতিমন্ত্রী জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউএনএর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতে মাতৃস্বাস্থ্য, কিশোর কিশোরীদের জীবন-দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে ইউএনএফপিএ’র এশিয়া প্যাসিফিক রিজিওনাল ডিরেক্টর পিও স্মিথ, ইউএনএফপিএ বাংলাদেশের রিপ্রেসেন্টেটিভ ক্রিস্টিন ব্লখাস, ইউএনএফপিএ’র চিফ অব স্টাফ স্যামুয়েল চরিজ, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ ইউনিটের চিফ ড. ইলিজা আজয়েই ও ইউএনএফপিএ বাংলাদেশ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬মে/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের পরিকল্পনা হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: সাবেক আইজিপি
পলাতক যুগ্মসচিব ধনঞ্জয়কে বরখাস্ত করল সরকার, আছে দুর্নীতির মামলা
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর-অগ্নিসংযোগে আহত ২০
এশিয়াটিকের দুর্নীতির তদন্তে দুদককে হাইকোর্টের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা