নিজের উপর আস্থা রেখেছিলাম: ম্যাচসেরা মুশফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৯ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৪

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়েছে টাইগাররা। আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

বুধবার বাংলাদেশের জয়ের পেছনে বড় অবদান রয়েছে মুশফিকুর রহিমের। ব্যাট হাতে ৯৯ রান করেন তিনি। তিনিই পান ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার। দল যখন ১২ রানে তিন উইকেট হারিয়েছিল তখন দলের হাল ধরেছিলেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন। দুজন মিলে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন।

এদিন ম্যাচ শেষে মুশফিকুর রহিম বলেন, ‘আমি নিজের উপর আস্থা রেখেছিলাম। মিথুন বুদ্ধিদীপ্ত ব্যাট করেছে। আমি তাকে বলেছিলাম যে, দ্রুত উইকেট পড়ে যাওয়ায় এখন আমাদের ধাক্কা সামলাতে হবে। আমি যেভাবে অনুশীলন করেছি ও প্রস্তুতি নিয়েছি কৃতিত্ব তার প্রতি। এটা আমার আত্মবিশ্বাস বাড়ায়। আমি বেশিরভাগ সময়ই সঠিক সিদ্ধান্ত নিতে পারছি।’

(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :