বাংলাদেশ ১, ভারত ১০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৬ | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪২

আরো একটি ফাইনালের সামনে বাংলাদেশ। একই প্রতিপক্ষ, একই মঞ্চ। পুরোনো সব দুঃখ ভুলে নতুন স্বপ্ন পূরনের লক্ষ্যে এশিয়া কাপের ফাইনালে বিকালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এর আগে এশিয়া কাপে ভারতের সঙ্গে ১১ বার দেখা হয়েছে বাংলাদেশের। ১১ বারের দেখায় মাত্র ১ বার জয় পেয়েছে বাংলাদেশ। বাকি ১০ বারেই জয়ী ভারত।

তবুও সব পরিসংখ্যানকে পেছনে ফেলে নতুন স্বপ্ন পূরণের জন্য বদ্ধপরিকল্প মাশরাফি বিন মর্তুজার দল। সবকিছু মিলিয়ে দারুণ এক লড়াইয়ের মধ্যে দিয়েই আজ পর্দা নামবে এশিয়া কাপের ১৪তম আসরের।

এক নজরে দুই দলের পরিসংখ্যান:

১. এখন পর্যন্ত পাঁচ বার এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। সেই তুলনায় এখনো শিরোপার স্বাধ পায়নি বাংলাদেশ।

২. ওয়ানডেতে এর আগে ৩৪বার ভারতের ‍মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ৩৪ বারের লড়াইয়ে ২৮বারই জিতেছে ভারত। মাত্র চারবার জয় পেয়েছে বাংলাদেশ।

৩. এশিয়া কাপে একবারই ভারতকে হারিয়েছে বাংলাদেশ। সেটাও ২০১২ সালের এশিয়া কাপে।

৪. দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ দলীয় স্কোর ভারতের। ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৪ উইকেটে ৩৭০ রান করেছিল ভারত। আর ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান ৩০৭।

৫. দুই দলের মুখোমুখি দেখায় দলীয় সর্বনিম্ন রান বাংলাদেশের দখলে। ২০১৪ সালে ঢাকায় ৫৮ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। ভারতের সর্বনিম্ন রান ১০৫।

৬.সবচেয়ে বড় জয়টাও ভারতের। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ২৭৭ রানের বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ।

৭. দুই দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির। ভারতের বর্তমান অধিনায়ক ১১ ম্যাচে করেছেন ৬৫৪ রান।

৮. দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবথেকে বেশি উইকেট পেয়েছেন মাশরাফি। ডানহাতি এ পেসার পেয়েছেন ২২ উইকেট।

৯. দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম।

(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :