বেনাপোলে শতবর্ষী গাছের ডাল ভেঙে যুবকের মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৮, ১৬:২৪

বেনাপোল-যশোর সড়কের নাভারন বাজারে সড়কের পাশের শতবর্ষী গাছের ডাল পড়ে রবিবার রাতে নুর হোসেন (২২) নামে এক যুবক মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আসাদুল ইসলাম নামে অপর এক যুবক।

নিহত নুর হোসেন শার্শার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত কদর আলীর ছেলে ও আসাদুল ইসলাম একই এলাকার ইসমাইলের ছেলে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নুর হোসেনের মৃত্যু হয়। আহত আসাদুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গাছ পড়ে যুবক নিহত ও সড়কের পাশের শতবর্ষী গাছ কাটার দাবিতে সোমবার দুপুরে নাভারন বাজারে মানববন্ধন পালন করেছে এলাকাবাসী।

রাত সাড়ে নয়টার দিকে বিকট শব্দে আচমকা ভেঙে পড়ে সড়কের পাশের শতবর্ষী গাছের ডালটি। জীবন বাঁচাতে দ্রুত মোটরসাইকেল চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, সাড়ে নয়টার দিকে বিকট শব্দে আচমকা ভেঙে পড়ে সড়কের পাশের শতবর্ষী গাছের ডাল। জীবন বাঁচাতে দ্রুত মোটরসাইকেল চালাতে গিয়ে চালক নুর হোসেনের মৃত্যু হয়, অপরজন আহত হন।

(ঢাকাটাইমস/১অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :