ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৮, ১৯:১৫

ভৈরব জেলা বাস্তবায়নসহ বাইপাস কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ভৈরব নাগরিক সমাজ আয়োজিত এই মানববন্ধন ও সমাবেশ শুক্রবার সকালে রেল স্টেশনের প্ল্যাটফর্মে পালিত হয়।

এ সমাবেশে তিনটি দাবি উল্লেখ করে বক্তারা বক্তব্য রাখেন। সরকারের কাছে দাবিগুলো হলো- ভৈরবকে ৬৫তম জেলা ঘোষণা করতে হবে, ভৈরব থেকে কিশোরগঞ্জ রেলপথে বাইপাস কার্যক্রম বন্ধ করতে হবে, ভৈরব রেলওয়ে স্টেশনে আন্তঃনগর জয়ন্তিকা ও উপকূল এক্সপ্রেসসহ ঢাকা– চট্টগ্রামগামী গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের বিরতি দিয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

সমাবেশে বক্তারা তাদের দাবি পূরণের জন্য তিন দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, আমাদের দাবি না মানলে তিন দিন পর কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

সমাবেশে বক্তব্য দেন- ভৈরব নাগরিক সমাজ কমিটির আহবায়ক মাহফুজুর রহমান, সদস্য রাসেল আহমেদ, মেহেদী হাসান রিয়াদ, রাফিজুল হাসান সানজিব, মো. রিয়াদ, ভৈরব চেম্বার অব কমার্স-এর সভাপতি আবদুল্লাহ আল মামুন, চেম্বার পরিচালক জাহিদুল হক জাভেদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :