চার্জিংয়ের সময় ফোন বিস্ফোরণ, আহত ৪

বিজ্ঞান ও তথ্যপ্রযু্ক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০১৯, ১৫:৫৩

ফোনে চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ ঘটে একই পরিবারের চারজন আহত হয়েছেন। গত শুক্রবার এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের শাহাপুরে। বিস্ফোরণের সময় ফোনটি চার্জ হচ্ছিল। বিস্ফোরণের পর আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাক্তাররা জানিয়েছেন এই বিস্ফোরণে বাবা ও মা গুরুতরভাবে আহত হয়েছেন। তবে ছেলে ও মেয়ের চামড়া পুড়েছে।

ফোনটির ব্যবহারকারী রাজেন্দ্র বলেন, ‘দুই মাস আগে ওই ফোনটি কিনেছিলাম। শুক্রবার ভোরে ফোনটি চার্জে দিয়ে বিছানায় ঘুমাচ্ছিলাম। মাটিতে শুয়ে ছিলেন আমার স্ত্রী, ছেলে ও মেয়ে। জানালার পাশে ফোনটি চার্জে লাগানো ছিল। আমি যখন চার্জ খুলতে যাই তখন ফোনে বিস্ফোরণ ঘটে।’

বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই বিছানা ও চাদরে আগুন ধরে যায়। আগুনে চারজন দগ্ধ হন। আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তদন্তের পরে বিস্ফোরণের সঠিক কারণ জানা যাবে।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :