১০ জেলায় নতুন এডিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৫৮ | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৯, ২০:২৮

১১ কর্মকর্তাকে ১০ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদায়ন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাজাহান আলীকে কক্সবাজারের এডিসি; বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের উপপরিচালক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ময়মনসিংহের এডিসি; ভোলার বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুসকে বরিশালের এডিসি করা হয়েছে।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমানকে ফরিদপুরের এডিসি; বান্দরবানের এডিসি আবু হাসান সিদ্দীককে চট্টগ্রামের এডিসি; নোয়াখালীর এডিসি কামাল হোসেনকে চট্টগ্রামের এডিসি; ঝালকাঠির রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুলকে বরিশালের এডিসি; নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে ঢাকার এডিসি করা হয়েছে।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পদ কর্মকর্তা শফিউল্লাহকে গাজীপুরে, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিমকে নরসিংদীতে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব যুথিকা সরকারকে নারায়ণগঞ্জের এডিসি পদে নিয়োগ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :