যেকোনো মূল্যে গণশুনানি: রব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২২ | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৮

জাতীয় নির্বাচন জালিয়াতির প্রতিবাদে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে যে কোনো মূল্যে গণশুনানি করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘যে কোন চেষ্টা করে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি ঠেকানো যাবে না। সরকারের কাছ থেকে যত বাধাই আসুক ২৪ তারিখের গণশুনানি করবই।’

রবিবার মতিঝিলে গণফোরামের কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ব্রিফিংকালে এসব কথা বলেন রব। এর আগে বিকাল পৌনে পাঁচটার দিকে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং ও সমন্বয় কমিটি যৌথসভা করে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। এই নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে জাতীয় ঐক্যফ্রন্ট। একইসঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি করে আসছে।

আব্দুর রব বলেন, ‘আগামী ২৪ ফেব্রুয়ারি আমরা গণশুনানি করার কথা আগেই বলেছি। এটি ঠেকাতে সরকার রাজধানীর সব হল বুকিং দিয়ে রেখেছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব হল বুকড। আমাদের কোনো হল দেয়া হচ্ছে না।’

‘আমাদের কোথাও হল নিতে গেলে হল মালিকরা বলেন- পুলিশের অনুমতি নেই। তাই কোনো হলে জায়গা না পেলেও আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতায় আমরা আল্লাহর জমিনের যে কোনো খোলা জায়গায় গণশুনানি করবই।’

ঐক্যফ্রন্ট নেতা বলেন, ‘যত বাধাই আসুক, সব বাধা উপেক্ষা করে বাংলাদেশের আকাশের নিচে যেখানে জায়গা পাব, সেখানেই আমরা গণশুনানি করব।’

জেএসডি সভাপতি বলেন, ‘যেসব রাজনৈতিক দল একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেছে, তারা এই গণশুনানিতে অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরবে। আমরা তাদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেব।’

‘গণশুনানি সফল করতে আগামীকাল ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি আরেকটি বৈঠক করবে। আর ১৯ ফেব্রুয়ারি স্টিয়ারিং কমিটিও বৈঠকে বসবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/জিএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের কিছুই অবশিষ্ট নেই: জামায়াত

ডোনাল্ড লু প্রসঙ্গে বেশি কথা বলতে চান না মির্জা ফখরুল

বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার

ইসরায়েলি লবির সঙ্গে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: হাছান মাহমুদ

ডোনাল্ড লু'র আগমনে সরকার ভীত: ববি হাজ্জাজ

গণতন্ত্রের আস্থার মূল জায়গা ধ্বংস করে ফেলা হয়েছে: গয়েশ্বর

ভারতের নির্বাচনের পরই দীর্ঘমেয়াদি ভিসার বিষয়ে ব্যবস্থা: নানক

লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদেররা অস্থিরতায় ভুগছেন: রিজভী

ঢাকা টাইমসের ১২ বছরে পদার্পণে বাংলাদেশ ন্যাপের শুভেচ্ছা 

বর্তমান ব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়া সম্ভব নয়: চুন্নু

এই বিভাগের সব খবর

শিরোনাম :