‘পাকিস্তান তোমাদের শত্রু নয়’ ভারতকে সৌহার্দের বার্তা আকরামের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০২

পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখা বরাবর। সীমান্তে জারি হয়েছে চরম সতর্কতা। পুলওয়ামায় জঙ্গি হামলার পাল্টা হিসেবে বালাকোটে ভারতীয় সেনার সার্জিকাল স্ট্রাইক। ভারতের প্রত্যাঘাতের পর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে সন্ত্রাসকে ক্লিন বোল্ড করতে আসরে নামলেন ইমরানের বিশ্বকাপজয়ী দলের সতীর্থ ওয়াসিম আকরাম।

এই জটিল পরিস্থিতিতে শান্তির দূত হিসেবে আত্মপ্রকাশ করলেন সুইং কিং। ভারতকে সৌহার্দ্যের বার্তা দিয়ে টুইট করলেন ওয়াসিম আকরাম। টুইটে তিনি লিখেছেন, ‘আমি তোমাদের কাছে আবেদন করছি, পাকিস্তান কখনও তোমাদের শত্রু নয়। তোমাদের শত্রু আমাদেরও শত্রু। আর কত রক্ত ঝরবে। আমাদের বোঝা উচিত্ আমরা একই যুদ্ধক্ষেত্রে লড়াই করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে যুদ্ধ করতে হবে।’

(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :