বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে অনিশ্চিত উইলিয়ামসন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৯, ১৬:২২

কাঁধের ইনজুরির কারনে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলা নিয়ে শঙ্কায় পড়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। কিউই কোচ গ্যারি স্টিড বলেন, ‘তৃতীয় টেস্টে উইলিয়ামসন খেলতে পারবে কি-না আমরা এখনো নিশ্চিত নই।’

ম্যাচের তৃতীয় দিন বাংলাদেশের ব্যাটিং-এর সময় গালিতে ফিল্ডিং-এ কাঁধে চোট পান উইলিয়ামসন। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিল্ডিং ও পরবর্তীতে ব্যাটিংও করেন তিনি। কিন্তু ব্যাটিং চলাকালীন ব্যাথা অনুভব করেন উইলিয়ামসন। এসময় ক্রিজে বেশ কয়েকবার ফিজিওর চিকিৎসাও নেন তিনি। তবে ব্যক্তিগত ৭৪ রানে আউট হবার পর স্থানীয় একটি হাসপাতালে নিজের কাঁধের স্ক্যান করান উইলিয়ামসন।

স্ক্যান রিপোর্টে দেখা গেছে- উইলিয়ামসনের কাঁধের মাংসপেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ ধরা পড়েছে। নিউজিল্যান্ড কোচ স্টিড জানান, ‘উইলিয়ামসন ক্রাইস্টচার্চে অনিশ্চিত। তবে দলের সঙ্গে যাবেন তিনি। শেষ টেস্টের আগে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।’

স্টিড আরও বলেন, ‘উইলিয়ামসন শেষ টেস্ট খেলতে আগ্রহী। তারপরও আমরা কোন ঝুঁকি নিবো না। কারন সামনেই ওয়ানডে বিশ্বকাপ। তার আগে দলের সবাইকে সুস্থ রাখাটা জরুরি।’

এদিকে, ওয়েলিংটন টেস্টের শেষ দিন শুরুর আগে সকালে অনুশীলনে হ্যামস্ট্রি ইনজুরিতে পড়েন উইকেটকিপার বিজে ওয়াটলিং। তাই শেষ দিন মাঠে দেখা যায়নি তাকেও। তবে ওয়াটলিং-কে নিয়ে খুব বেশি চিন্তিত নয় নিউজিল্যান্ড। কারন তার ইনজুরিটি খুব বেশি ঝুঁিকর নয় বলে জানিয়েছেন কোচ স্টিড। (ঢাকাটাইমস/১২মার্চ/এইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে, দাবি লা লিগা সভাপতির

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি আসর খেলার রেকর্ড সাকিব-রোহিত শর্মার

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

এই বিভাগের সব খবর

শিরোনাম :