মা অসুস্থ থাকায় সাদামাটাভাবে মোস্তাফিজের বিয়ে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০১৯, ১৯:১৪
অ- অ+

মোস্তাফিজুর রহমান শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম একজন সেরা ক্রিকেটার। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার আগামীকাল জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। শুক্রবার বিয়ের পিঁড়িতে বসবেন এই পেস সেনসেশন।

মোস্তাফিজের হবু স্ত্রীর নাম সামিয়া পারভীন শিমু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। শিমু পরিচয়ের মোস্তাফিজের মামাতো বোন। চার ভাই-বোনের মধ্যে শিমু তৃতীয়। শুক্রবার জুমআর নামাজের পর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পরবর্তীতে বড় করে অনুষ্ঠান করা হবে।

একজন তারকা ক্রিকেটারের বিয়ে। অথচ বিয়েতে তেমন আয়োজন নেই। একেবারেই সাদামাটাভাবে হচ্ছে বিয়েটা। এ ব্যাপারে মোস্তাফিজুর রহমানের হবু শ্বশুর মো. রওনাকুল ইসলাম বাবু গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এতো বড় একজন খেলোয়াড়ের বিয়ে হচ্ছে। কত বড় আয়োজন হওয়ার কথা। কিন্তু তেমন কোনো আয়োজন নেই। এর প্রধান কারণ হচ্ছে মোস্তাফিজের মা অসুস্থ। তাই আয়োজন ছাড়াই বিয়ে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘মোস্তাফিজের মা ও আমার মা প্রথমে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে আমরা পারিবারিকভাবে বিয়ের ব্যাপারে সম্মত হয়েছি।’

(ঢাকাটাইমস/২১ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে পুরস্কৃত হলো ওয়ালটন ডিজি-টেক
গোপালগঞ্জে সংঘর্ষে দুজন নিহত
গোপালগঞ্জে কারফিউ জারি, চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত
কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা