তজুমদ্দিনে বিদ্রোহী, লালমোহনে আ.লীগ প্রার্থীর জয়

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ২২:১৭

ভোলার তজুমদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জয়ী হয়েছেন। আর লালমোহনে বিজয় লাভ করেছেন আ.লীগ প্রার্থী।

রবিবার অনুষ্ঠিত ভোটে সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে রাতে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তজুমদ্দিন উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী মো. ফজলুল হক দেওয়ানকে ১৩ হাজার ১৫৫ ভোটে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মোশারেফ হোসেন দুলাল। এ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মোশারেফ হোসেন দুলাল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৭৯২ ভোট ও আওয়ামী লীগ প্রার্থী ফজলুল হক দেওয়ান পেয়েছেন ১১ হাজার ৬৩৭ ভোট।

এ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে মহিউদ্দিন পোদ্দার তালা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন ফাতেমা বেগম সাজু।

অপরদিকে লালমোহন উপজেলায় ২৮ হাজার ৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের গিয়াস উদ্দিন আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একেএম নজরুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৩৬৬ ভোট।

ভাইস-চেয়ারম্যান পদে আবুল হাসান রিমন তালা নিয়ে ২৮ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফখরুল আলম হাওলাদার পেয়েছেন উড়োজাহাজ নিয়ে পেয়েছেন ১৬ হাজার ১১ ভোট।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মাসুমা বেগম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ১৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা শিখা কলস নিয়ে পেয়েছেন ২১ হাজার ১১৭ ভোট।

এছাড়াও দৌলতখান উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী মঞ্জুরুল আলম খান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী আইনুন নাহার বিনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। ভাইস-চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ছিদ্দিকুর রহমান।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :