নববর্ষে নুসরাত হত্যার বিচার চেয়ে রামগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০১৯, ১৩:৫৪

ফেনীর রামগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড ডোনার্স ক্লাব’ প্রতিবছর পয়লা বৈশাখে বর্ষবরণের কর্মসূচি পালন করে থাকে। তবে, এবার এই সংগঠনটি একই দিনে নুসরাত হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফীর হত্যার মূলহোতা মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও তার সহযোগীদের ফাঁসি দাবি করেন।

সংগঠনটির সভাপতি মাহমুদ ফারুকের সভাপতিত্বে ও স্কুল শিক্ষক আবদুল মোতালেবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, রামগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জহির উদ্দিন, পেশাজীবী আনোয়ার কবির ও লোকমান হোসেন প্রমুখ।

মানবন্ধন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন- কাঞ্চনপুর শাহ মিরান মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজমুল হক।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :