মমতা-মোদি পাল্টাপাল্টি কটাক্ষ

শেষ দফার আগেই মোদির বিজয় ঘোষণা

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৬ মে ২০১৯, ১৮:২৮

আগামী রবিবার ১৯ মে ভারতে শেষ দফার ভোট। তার আগেই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করে দিলেন, ফের দিল্লির মসনদে বসতে যাচ্ছেন তিনি। দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে লোকসভায় যা আসন প্রয়োজন, ৬ দফার ভোটেই তা হাসিল হয়ে গেছে বলে দাবি মোদীর। আর শেষ দফা পর্যিন্ত তার দল বিজেপি একাই ৩০০ আসন ছাড়িয়ে যাবে বলেও তার দাবি।

সপ্তম ও শেষ পর্বের ভোটের আগে পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ান্তন বসুর সমর্থনে টাকীতে প্রচারে গিয়ে মোদি বলেন, ‘পঞ্চম ও ষষ্ঠ দফার নির্বাচন থেকেই বিজেপি সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। বাংলায় প্রতিবার এসে আরও বেশি বেশি মানুষের সমর্থন, উৎসাহ দেখছি। আপনাদের এক একটা ভোট সরাসরি মোদির খাতায় যাবে। এখানে এসে মনে হচ্ছে, বিজেপি একাই তিন শ আসন ছড়িয়ে যাবে। শরিকদের নিয়ে এনডিএ তা হলে আরও বেশি হবে।’ টাকীর পরে ডায়মন্ড হারবারেও একই দাবি শোনা যায় তার মুখে।

এর আগে পশ্চিবঙ্গে নির্বাচনী প্রচারণায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দাবি করেন, মোদির আর প্রধানমন্ত্রী হওয়া হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোজই বলছেন, মোদির বিদায় নিশ্চিত। মোদি এবার উল্টো হিসাব দিলেন।

প্রধানমন্ত্রীর এমন দাবির কথা শুনে মুখ্যমন্ত্রী মমতা পাল্টা কটাক্ষ করেছেন, ‘গরু হারালে পাগল হয়! এক শটা পাবে তো?’

তৃণমূল নেত্রীকে বুধবার কটাক্ষ করে মোদি বলেন, ’২৩ মে ফল বেরোবে। ফের প্রধানমন্ত্রী হিসেবে আমি শপথ নেওয়ার পরে, দিদি আমার বাড়িতে আসুন। আপনি তো শিল্পী, চিত্রকর। আপনার ছবি সারদার নামে অনেক টাকায় বিক্রি হতো শুনেছি। আমার একটা জঘন্য, বিশ্রী ছবিই এঁকে নিয়ে আসুন! আমি সেই ছবি সাদরে সারা জীবন রেখে দেব। কথা দিচ্ছি, এফআইআর করব না!’

মুখ্যমন্ত্রী মমতার বিকৃত ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়ে জেলে যেতে হয়েছে হাওড়ার এক যুব বিজেপি নেত্রীকে। প্রধানমন্ত্রীর তির ছিল সেই প্রসঙ্গেই।

মোদির মন্তব্য, ‘এই অহংকর দিদির আগে থেকেই ছিল। টিভি চ্যানেলের অনুষ্ঠানে একটি মেয়ের প্রশ্ন পছন্দ হয়নি বলে মাইক্রোফোন ছুড়ে ফেলে দিয়ে যা নয় তাই বলে দিয়েছিলেন! এখন কার্টুন করেছে বলে একটি মেয়েকে গ্রেফতার করালেন। আপনি বাঁচাবেন গণতন্ত্র?’

বিজেপির সরকারে ফেরার ‘নিশ্চয়তা’র পাশাপাশি মোদি দাবি করেছেন, হেরে যাওয়ার আতঙ্কে তৃণমূল হিংসার আশ্রয় নিচ্ছে। তার কথায়, ‘মানুষ পরিবর্তন করার জন্য যাকে ক্ষমতায় নিয়ে এসেছিল, এখন তার হাত থেকে পরিত্রাণ চাইছে! ক্ষমতা হারানোর ভয়ে দিদি ধমক দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। মোদীকে ভয় দেখিয়ে কিছু হবে না। দিদির এখন এমন অবস্থা, নিজের ছায়াকেও ওর ভয় হয়!’

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :