অধ্যাপক হলেন ১২ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মে ২০১৯, ২০:২৮ | প্রকাশিত : ২৯ মে ২০১৯, ২০:১৫

সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশে ১২ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বুধবার এ-সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পারসোনাল-১ অধিশাখার উপসচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে সাতজন, প্যাথলজি বিভাগের চারজন ও চক্ষু বিভাগের একজনকে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়। তাদেরকে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড ৩ (টাকা ৫৬৫০০-৭৪৪০০) বেতনক্রমে পদোন্নতি প্রদান করা হয়।

রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে পদোন্নতি পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ডা. মোহাম্মদ নোমান চৌধুরী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. শিবেন্দু মজুমদার, রাজশাহী মেডিকেল কলেজের ডা. মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. সুভাষ মজুমদার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডা. মো. আশিকুর রহমান মজুমদার, ঢাকা মেডিকেল কলেজের ডা. মো. খলিলুর রহমান ও ঢাকা মেডিকেল কলেজের ডা. রবীন্দ্র নাথ সরকার।

প্যাথলজি বিভাগের পদোন্নতি পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ডা. মো. রেজাউল করিম দেওয়ান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. মো. জিল্লুর রহমান, রংপুর মেডিকেল কলেজের ডা. মো. আশরাফুল আলম ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ডা. মো. ফাইজুল বাশার।

চক্ষু বিভাগে পদোন্নতি পেয়েছেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ডা. মো. হারিছুর রহমান।

ঢাকাটাইমস/২৯মে/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :