কায়রো অপেরা হাউসে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০১৯, ১৬:৩৫

মিশরের কায়রো অপেরা হাউসে বাংলাদেশ সাংস্কৃতিক দলের পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

'রামাদান কালচারাল নাইটস' শীর্ষক পক্ষকালব্যাপী আন্তর্জাতিক এ আয়োজনে ২৭ মে রাতে বাংলাদেশ সাংস্কৃতিক দলের পরিবেশনা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশের এই সাংস্কৃতিক দলে পরিবেশনায় অংশগ্রহণ করেন, শিল্পী সুজিত মুস্তফা, টুনটুন বাউল, মেহেরিন এবং নাসরিন ইলা।

যন্ত্র সহযোগী ছিলেন বিনোদ রায়, আতিকুর রহমান, শাহ কামাল, নয়ন মিয়া এবং শুভ্র । সাংস্কৃতিক দলের দলপ্রধান ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব ছানিয়া আক্তার এবং সমন্বয় করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু ছালেহ মো. আবদুল্লাহ এবং সদস্য হাবিবুর রহমান।

আয়োজকদের পক্ষ থেকে ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন শেষে ৩১ মে দলটি দেশে ফিরেছেন।

(ঢাকাটাইমস/৩১মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :