২০৭ রানে গুটিয়ে গেল আফগানরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুন ২০১৯, ২২:৫৮ | প্রকাশিত : ০১ জুন ২০১৯, ২২:২৯

আফগানদের বিস্ফোরক দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও হজরতউল্লাহ জাজাই ফিরেন শূন্য রানে। প্রথম ওভারে আঘাত হানেন গত আসরের সেরা খেলোয়াড় মিচেল স্টার্ক। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দেন শাহজাদকে। আ জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে প্যাট কামিন্সের বলে কট বিহাইন্ড হয়ে ফিরেন জাজাই।

ফেল ব্রিস্টলে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ২ বলে ২০৭ রানে গুটিয়ে গেছে আফগানিস্তানের ইনিংস।

বাজে শুরুর পর লড়াকু ফিফটিতে দলকে টানলেন নাজিবউল্লাহ জাদরান। শেষটায় ঝড় তুললেন রশিদ খান। তবুও সংগ্রহ খুব একটা বড় হল না আফগানিস্তানের। নিজেদের প্রথম ম্যাচে ছোট লক্ষ্য পেল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

তৃতীয় উইকেটে রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদির ৫১ রানের জুটিতে প্রতিরোধ গড়ে আফগানিস্তান। শাহিদিকে ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাডাম জ্যাম্পা। লেগ স্পিনার পরে থামান রহমতকে। মোহাম্মদ নবির রান আউটে বিপদে পড়ে যায় আফগানিস্তান।

৭৭ রানে ৫ উইকেট হারানো দলটি নাজিবউল্লাহ ও অধিনায়ক গুলবাদিন নাইবের ৮৩ রানের জুটিতে ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়ায়। মার্কাস স্টয়নিসের শর্ট বলে পুল করতে গিয়ে নাইবের ভুলে ভাঙে বিশ্বকাপে আফগানদের তৃতীয় সেরা জুটি। সেই ওভারেই ৪৯ বলে সাত চার ও দুই ছক্কায় ৫১ রান করা নাজিবউল্লাহকে ফিরিয়ে দেন স্টয়নিস।

১৬৬ রানে ৮ উইকেট হারানো আফগানিস্তান বিশ্বকাপে তৃতীয়বারের মতো দুইশ ছাড়ায় রশিদের শেষের ঝড়ো ব্যাটিংয়ে। ১১ বলে তিন ছক্কা ও দুই চারে ২৭ রান করা রশিদকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট নেন জ্যাম্পা। মুজিব উর রহমানকে ফিরিয়ে আফগানদের থামিয়ে দেওয়া কামিন্সও নেন তিন উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৩৮.২ ওভারে ২০৭ (শাহজাদ ০, জাজাই ০, রহমত ৪৩, শাহিদি ১৮, নবি ৭, নাইব ৩১, নাজিবউল্লাহ ৫১, রশিদ ২৭, দৌলত ৪, মুজিব ১৩, হামিদ ১*; স্টার্ক ৭-১-৩১-১, কামিন্স ৮.২-০-৪০-৩, কোল্টার-নাইল ৮-১-৩৬-০, স্টয়নিস ৭-১-৩৭-২, জ্যাম্পা ৮-০-৬০-৩)

ঢাকাটাইমস/০১জুন/ইএস

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :