রাজধানীতে তিন তলা ভবনে বিস্ফোরণ, পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ জুন ২০১৯, ১৯:০৮ | প্রকাশিত : ১০ জুন ২০১৯, ১১:৫৫
আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে

রাজধানীর কদমতলীতে সুয়ারেজ লাইনে থাকা গ্যাসের পাইপের লিকেজ থেকে একটি তিন তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঈদ উপলক্ষে রাস্তায় লোক সমাগম কম থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে মনে করছে ফায়ার সার্ভিস। ভবনের প্রথম ও দ্বিতীয় ফ্লোরে ছিল এক্সিম ব্যাংকের শাখা। তৃতীয় তলায় ছিল একটা চাইনিজ রেস্টুরেন্ট।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর কদমতলীতে তিনতলা ওই ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের দেয়াল ধসে পাশের রাস্তায় পড়ে যায়। বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে সাইনবোর্ড টানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় পরিচালক দেবাশীষ বর্ধণ ঢাকাটাইমস বলেন, ‘এটা মূলত গ্যাস বিস্ফোরণ। আমরা গ্যাসের উৎস খুঁজে বের করেছি। ভবনের নিচে থাকা সুয়ারেজ লাইনের নিচে গ্যাসের লাইন লিকেজ ছিল। উপরে আমরা কোথাও গ্যাস খুঁজে পাইনি। শুধু পাঁচ টনের একটি এসি খুলে পড়ে থাকতে দেখা গেছে। এসি থেকে এত বড় দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা নেই। কারণ এসিতে বিস্ফোরণের কিছু নেই।’

‘গ্যাস ডিটেক্টর দিয়ে আমরা পরীক্ষা করেছি ভবনের বিভিন্ন জায়গায়। সেখানে বুদবুদ করে গ্যাস বের হতে দেখেছি।’

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর ঢাকাটাইমসকে বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় ফরিদ আহমেদ নামে একজনের মৃত্যু হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে পুলিশ পাহারা রাখা হয়েছে।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কদমতলীর শনিরআখড়া মোড় বাসস্ট্যান্ডের পাশে মসজিদ রোডের ‘রেহানা প্লাজা’ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে। এতে আশপাশের মানুষ দিগি¦দিগ দৌড়াদৌড়ি শুরু করে। এসময় ভবনের দেয়াল ধসে ভবনের নিচে পড়ে। একজন পথচারী এতে চাপা পড়েন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে চাপা পড়া ব্যক্তিকে উদ্ধার করে। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১০জুন/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

লু’র সফরে ভিসানীতি ও র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে: অর্থ প্রতিমন্ত্রী

বলিপাড়া-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

দেশে বজ্রপাত নিরোধযন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

অটিজম সম্পর্কে সমাজের সবাইকে সচেতন করতে হবে: স্পিকার

‘নারী কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবে মন্ত্রণালয়’ 

সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: নানক

হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :