ফুলছড়িতে নৌকা ডুবিতে নারীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০১৯, ২২:৩৬
অ- অ+

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে ময়না

বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন রুপবান বেগম নামে অপর এক নারী।

রবিবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের

ব্রক্ষপুত্র নদের উজালডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ময়না বেগম ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের মানিককোড় গ্রামের ফয়জুল মিয়ার স্ত্রী। এছাড়া নিখোঁজ রুপবানু বেগম একই গ্রামের মালেক মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, ১০-১২ জন যাত্রী নিয়ে বালাসিঘাট থেকে উজালডাঙ্গা

মানিককোড় চর এলাকায় যাচ্ছিল শ্যালোইঞ্জিন চালিত একটি নৌকা। নৌকাটি ব্রহ্মপুত্র নদের উজালডাঙার পুর্বপাশে পৌঁছলে ঢেউয়ের ধাক্কায় নৌকার তলা ফেটে যায়। এতে নৌকাটি ডুবে গেলে

যাত্রীরা সাঁতার কেটে তীরে ফিরে আসলেও ময়না বেগম নামে এক নারীর মৃত্যু হয়। এছাড়া এসময় রুপবানু বেগম নামে অপর এক নারী ডুবে নিখোঁজ হন।

ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আমিনুর রহমান ময়না বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রুপবান নামে নিখোঁজ নারীর কোন সন্ধান মেলেনি।

ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ জানান, হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। এছাড়া নৌকা ডুবিতে আহত দুজনকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৬জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা