বিপাকে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৯, ১৭:২৬
অ- অ+

বিশ্বকাপের লিগ পর্বে বাংলাদেশের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওই হারে হতাশা প্রকাশ করে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার বলেন, বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো এখন তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

সোমবার টনটনে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান টপকে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে ভর করে ৫১ বল হাতে রেখেই ৩ উইকেটে ৩২২ রান সংগ্রহ করে জয় জয়লাভ করে টাইগাররা।

প্রথমে ব্যাটিং পেয়ে ৮ উইকেটে ৩২১ রান সংগ্রহের পরও হোল্ডারের দলকে পরাজয়ের এই তেতো স্বাদ পেতে হয়েছে। আনকোরা ফিল্ডিং ও বাজে বোলিংয়ের কারণে ধুকতে হয়েছে ক্যারিবীয়দের।

এই নিয়ে বিশ্বকাপের ৫ ম্যাচে অংশ নিয়ে তিনটিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। যে কারণে অধিনায়ক হোল্ডারের মতে ১০ দলের এই টুর্নামেন্টের শেষ চারে খেলার সুযোগ তাদের জন্য সঙ্কুচিত হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘এই মুহূর্তে সেমিফাইনালে পৌঁছানো কঠিন হয়ে উঠেছে। এখন বাকি সবগুলো ম্যাচেই আমাদেরকে ফাইনাল চিন্তা করে খেলতে হবে। আমরা সত্যিকার অর্থেই জয়ের ভালো সুযোগগুলো হাতছাড়া করে ফেলেছি। এখন থেকে প্রতিটি ম্যাচেই জয়লাভ করতে হবে।’

লিগ পর্বে ক্যারীয়দের পরবর্তী দুই প্রতিপক্ষের নাম নিউজিল্যান্ড ও ভারত। দুটি দলই দারুণ ফর্মে রয়েছে। টুর্নামেনেট টিকে থাকতে হলে ওই দুটি দলকে অবশ্যই হারাতে হবে হোল্ডার বাহিনীকে। ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘সেমিফাইনালের সুযোগ জিইয়ে রাখতে হলে দুটি সেরা দলের বিপক্ষেই আমাদের জিততে হবে। এখন ফিরে গিয়ে নিজেদেরকে আরো ভালোভাবে ঝালাই করে নিতে হবে। একাধিক শীর্ষ খেলোয়াড় পরিকল্পনা মাফিক খেলতে পারেনি। আমরা নিজেরাই নিজেদের সহায়তা করতে পারিনি।’

‘আমাদেরকে আরো বড় স্কোর করতে হবে। কারণ দলের কোনো ব্যাটসম্যানই এখনো পর্যন্ত শতকের দেখা পায়নি। আমার মতে, এখানকার পিচে আধিপত্য বিস্তার করতে হলে ৩৬৫ থেকে ৩৭৫ রান সংগ্রহ করতে হবে। কিন্তু আমরা ওই লক্ষ্য থেকে ৪০-৫০ রানে পিছিয়ে ছিলাম।’

(ঢাকাটাইমস/১৮ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের জন্য ডুয়ার অফিস সবসময় খোলা: দুদু
টঙ্গীতে সন্দেহজনক ঘোরাঘুরিকালে রোহিঙ্গা আটক
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৮- নীলার গর্ভে তমালের চিহ্ন
সিটি ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং সম্মেলন অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা