যাত্রাবাড়ীতে দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম ইউনুস সরকার।
মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মীরহাজিরবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইউনুস সরকারের বাড়ি কুমিল্লা দেবিদ্বারে। তিনি মীরহাজিরবাগে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত দুইটার দিকে তিনজন অজ্ঞাত যুবক স্বর্ণের দোকানে ঢুকে ইউনুসের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
নিহতের ভাগিনা আনিস জানায়, তার মামা সব সময় রাতে দেরি করে দোকান বন্ধ করেন। তিনি সাথী জুয়েলার্সের পাশাপাশি মুদি দোকানের ব্যবসাও করতেন।
মঙ্গলবার রাতে দোকান বন্ধ করার সময় তিনজন অজ্ঞাত যুবক দোকানে ঢুকে তার বুকে ছুরিকাঘাত করে। চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তবে দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার বা টাকাপয়সা নিয়ে গেছে কি-না তা এখনও জানা যায়নি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’
ঢাকাটাইমস/১৯জুন/এসএস/এমআর

মন্তব্য করুন