দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, ০৮:১৮

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ৯১ রানে। সুতরাং, সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয় পাওয়া ছাড়া বাংলাদেশের সামেনে কোনো বিকল্প নেই।

বিশ্বকাপে সর্বশেষ দুই ম্যাচে বাংলাদেশ হেরেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও হেরেছে টাইগাররা। সুতরাং, আজও যদি বাংলাদেশ হারে তাহলে টানা চারটি ওয়ানডে ম্যাচ হারবে। ২০১৭ সালে থেকে বাংলাদেশ এখন পর্যন্ত টানা চারটি ওয়ানডে ম্যাচ হারেনি। অন্যদিকে, শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ২৩টি ওয়ানডে ম্যাচের মধ্যে ব্যাক টু ব্যাক ম্যাচে হয় পায়নি। তাছাড়া ২০১৫ সালের নভেম্বরের পর তারা কোনো হোম সিরিজ জিতেনি।

আজকের ম্যাচে শেষ মুহূর্তে কোনো সমস্যা না হলে বাংলাদেশ একাদশে পরিবর্তন আনার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে, শ্রীলঙ্কাকে অবশ্যই একটি পরিবর্তন আনতে হবে। কারণ, দলটির সিনিয়র ক্রিকেটার লাসিথ মালিঙ্গা গত ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আজ তার পরিবর্তে একাদশে ঢুকবেন দাসুন শানাকা।

বিশ্বকাপে দারুণ ফর্মে থাকা সাকিব আল হাসান এই সিরিজে খেলছেন না। নেই লিটন দাসও। ইনজুরির কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেই সাথে ইনজুরির কারণে বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকটেরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), অভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।

(ঢাকাটাইমস/২৮ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :