যুববান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০১৯, ১৯:৩০| আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৯:৪৩
অ- অ+

দেশের তরুণ ও যুবক-যুবতীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার অবিরাম কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোল টেবিল বৈঠকে মহিউল ইসলাম এ কথা বলেন।

সিরাক-বাংলাদেশ আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশের এক-তৃতীয়াংশ এখন তরুণ ও যুবক-যুবতী। দেশে শৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সবাইকে তরুণদের নিয়ে কাজ করতে হবে। জ্ঞান ও কর্মে তরুণরা আরো সমৃদ্ধ হয়ে দেশের জন্য কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তরুণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারকে আরো মনোযোগী ও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত।

এক্ষেত্রে কিশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিধি ও সময় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

পরিবার পরিকল্পনা সমিতি বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মতিউর রহমান বলেন, সরকার ও বেসরকারী প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ করে দ্রুত সময়ের মধ্যে তরুণদের স্বাস্থ্যসেবার উন্নয়ন হবে।

ইউএনএফপিএর পরিবার পরিকল্পনা বিশেষজ্ঞ ডা. আবু সাইদ মো. হাসান অনুষ্ঠানে কিশোর-কিশোরীর স্বাস্থ্যসেবার উপর বৈশিক ও বাংলাদেশের অবস্থানের উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন।

এফপি২০২০ এর সিএসও কান্ট্রি ফোকাল ডা. আবু জামিল ফয়সাল তরুণদেরকে নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে ও সচেতন হতে আহ্বান জানান।

‘সপ্তাহ জুড়ে সারাবেলা, কিশোরবান্ধব সেবা কেন্দ্র থাকুক খোলা' স্লোগানে পপুলেশন অ্যাকশন ইন্টারন্যাশনাল ও আরএইচআরএন এর অর্থায়নে শতাধিক তরুণ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেপাইগো সিনিয়র টেকনিক্যাল উপদেষ্টা ডা. জেবুন্নেসা রহমান, বন্ধুর পরিচালক ফসিউল আহমেদ, সিরাক-বাংলাদেশের আব্দুল ওয়াদুদ, সাকিল আহমাদ, তাসনিয়া আহমেদ, নুসরাত রেশমা, রোকনুল রাব্বি প্রমুখ।

(ঢাকাটাইমস/১আগস্ট/জেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জটিল রোগের মহৌষধ ভেষজ লটকন, স্বাস্থ্য উপকারিতা জানলে চমকে উঠবেন
ঢাকাসহ ৬ বিভাগে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল থেকে বন্ধ থাকবে
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা