রিয়াল নয়, বার্সায় নেইমার!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৯, ১০:৩৫| আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১১:৪৫
অ- অ+

দুই বছর না যেতেই ফ্রান্সকে বিদায় জানিয়ে স্পেনে আসার তদবির শুরু করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে তাতে যথারীতি শুরু হয়েছে নাটকীয়তা। এই শোনা যায় পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরছেন, তো খানিক পরেই আবার নেইমারকে দলে নেয়ার দৌড়ে নাম লেখায় প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ।

নেইমারের আকাশচুম্বী ট্রান্সফার ফি এবং একের পর এক নাটকের কারণে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে হাল ছেড়ে দিয়েছিল বার্সেলোনা। সাফ জানিয়ে দিয়েছিল ব্রাজিলীয় এ ফুটবলারের জন্য একটি পয়সাও খরচ করতে রাজি নয় তারা। যার ফলে নেইমারের রিয়ালে যাওয়ার রাস্তা সুগম হয়। অন্যদিকে রিয়ালও তখন তোড়জোড় শুরু করে নেইমারকে দলে নেয়ার।

কিন্তু সবশেষ খবর হলো রিয়ালকে বুড়ো আঙুল দেখিয়ে নেইমারকে দলে ভেড়ানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে বার্সেলোনা। মঙ্গলবার পিএসজির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিল বার্সেলোনার টিম ম্যানেজম্যান্ট। যেখানে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি ঠিক, তবে নেইমারের বার্সায় ফেরার পথ খুলে গিয়েছে।

বৈঠকে পিএসজিকে টাকার সঙ্গে সোয়াপ ডিলের প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। যেখানে নেইমারের বিনিময়ে ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে ইভান রাকিটিচ এবং ফিলিপ্পে কৌতিনহোকে পাবে পিএসজি। তবে ফরাসি ক্লাবটি চায় ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে ফিলিপ্পে কৌতিনহো এবং নেলসন সেমেদুকে।

এই একটি জায়গায় ঐকমত্যে পৌঁছাতে না পারায় শেষ মুহূর্তে গিয়ে ঝুলে রয়েছে নেইমারের বার্সেলোনায় ফেরার আনুষ্ঠানিক ঘোষণা। তবে দুই দলের হাবভাবে পরিষ্কার, অল্প কিছুদিনের মধ্যেই ন্যু ক্যাম্পে ফেরার সুখবর পেয়ে যাবেন নেইমার।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
জুলাই ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি উল্লাস করবে: জাগপা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা