দুঃসময়ে কার্তিকের পাশে সারা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৯, ১৬:০০
অ- অ+

বলিউডের নয়া দুই সেনসেশন কার্তিক আরিয়ান ও সারা আলি খানের মধ্যে বিশেষ বন্ধুত্ব। কার্তিককে সারা এতটাই পছন্দ করেন যে, তার সঙ্গে ডেটে যাওয়ার মনের ইচ্ছা করণ জোহারের টক শো ‘কফি উইথ করণ’-এ গিয়ে প্রকাশ করেছিলেন সারা।

এমন ইচ্ছার কথা পরে চলে যায় পরিচালক ইমতিয়াজ আলির কান অবধি। তিনি এই দুই তারকা নিয়ে ছবি করার নির্মাণের ঘোষণা করেছিলেন। যে সে ছবি নয়, ইমতিয়াজের বানানো কাল্ট ছবি ‘লাভ আজ কাল’-এর সিক্যুয়েলে কাস্ট করা হয়েছে সারা ও কার্তিককে। সেই থেকে শুরু।

ইতোমধ্যে শেষ হয়েছে ‘লাভ আজ কাল ২’-এর শুটিং। কিন্তু শেষ হয়নি সারা ও কার্তিকের একসঙ্গে পথ চলা। প্রায়ই একে অপরের শুটিংয়ে পৌঁছে যান তারা। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে।

সম্প্রতি সারাকে দেখা গেল মুম্বাইয়ের এক হাসপাতালে। না, তিনি ঠিকই আছেন। তবে সেখানে নায়িকা দেখতে গিয়েছিলেন ‘ঘনিষ্ঠ বন্ধু’ কার্তিকের অসুস্থ বাবাকে। এমন দুঃসময়ে প্রিয় বন্ধুকে পাশে পেয়ে নিশ্চয় খানিক স্বস্তি পেয়েছেন কার্তিক।

ঢাকাটাইমস/২৩ আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাত-পা ছাড়াই জন্ম নেওয়া সেই লিতুন জিরা এসএসসিতে জিপিএ-৫ পেয়ে নজর কাড়লো
বিজিবি'র ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তি, শপথ নিল ৬৯৪ নবীন সৈনিক
এসএসসিতে জিপিএ-পাঁচ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী
ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে—আট মাসের গর্ভে থাকা শিশুটিও হারিয়ে গেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা