খুলনায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৯, ১৮:২১

খুলনার ফুলতলা থানার দামোদর গ্রামের ইসলাম খান হত্যা মামলায় চার আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বুশরা সাইয়েদা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- খুলনা জেলার ফুলতলা থানার দামোদর গ্রামের ইসলাম মোল্লা, কামাল শেখ, মোস্তফা শেখ ও হান্নান গাজী। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী শেখ সাইফুজ্জামান নথির বরাত দিয়ে জানান, ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা ফুলতলা থানার দামোদর গ্রামের ইসলাম খানকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের উঠানে ফেলে ইসলাম খানকে বেধড়ক মারপিট করে। তার চিৎকারে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় নিহত ইসলাম খানের ভাই নজরুল ইসলাম খান বাদী হয়ে ফুলতলা থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :