জামালপুরে পাট ব্যবসায়ীদের মানববন্ধন

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫০

বিজেএমসির কাছে পাওনা টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন জামালপুরের পাট ব্যবসায়ীরা। সোমবার সকালে শহরের তমালতলা মোড়ে তারা এই মানববন্ধন করেন।

জেলা পাট ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে মানববন্ধনে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইকরামুল হক নবীন, রঞ্জন সিং, বাবুল তালুকদারসহ উপজেলার পাট ব্যবসায়ীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘গত তিনটি অর্থবছরে জামালপুরের অর্ধশতাধিক পাট ব্যবসায়ী বিজেএমসির কাছে প্রায় ৫০ কোটি পাওনা রয়েছে। টাকা বকেয়া থাকায় অনেক পাট ব্যবসায়ী ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছেন না। ফলে ঋণ খেলাপির মামলা অব্যাহত আছে কয়েকজনের নামে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এছাড়া এই টাকা আটকে থাকায় অনেক ব্যবসায়ী এই ব্যবসা ছেড়ে দেয়ায় প্রায় হাজারো ক্ষুদ্র পাট ব্যবসায়ী ও কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

বক্তারা দ্রুত এই টাকা পরিশোধের দাবি জানান। অন্যথায় ব্যাপক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে পাট ব্যবসায়ীদের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মিলিত হয়। পরে জেলা প্রশাসক এনামুল হকের নিকট একটি স্মারকলিপি পেশ করেন তারা।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :