অস্ত্র-গুলি ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৪
অ- অ+

সিলেটে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি পিযুষ কান্তি দে ও তার তিন সহযোগীকে আটক করেছে র‍্যাব।

বুধবার রাতে নগরীর মির্জা জাঙ্গাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মনিরুজ্জামান।

আটকরা হলেন- সাবেক ছাত্রলীগ নেতা পিযুষ কান্তি দে, তার সহযোগী বাপ্পা পাল, মিন্টু রায় ও রায়হান আহমদ।

র‍্যাব কর্মকর্তা মনিরুজ্জামান জানান, বুধবার রাতে মির্জাজাঙ্গালে পিযুষের অফিসে অভিযান চালায় র‍্যাব-৯ এর একটি বিশেষ দল। সেখান থেকে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলি ও বিপুলসংখ্যক ইয়াবাসহ পিযুষ কান্তি দে ও তার তিন সহযোগীকে আটক করা হয়।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দে’র বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ।

সন্ত্রাসী, চাঁদাবাজি, মারধরসহ নানা অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলের এই নেতার বিরুদ্ধে।

নগরীর জিন্দাবাজার-লামাবাজার সড়কের মির্জাজাঙ্গালে ‘আস্তানা’ গড়ে তুলে নিজের কর্মীবাহিনী দিয়ে মানুষজনকে হেনস্তারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি তিন প্রবাসীকে পিযুষ অনুসারীরা মারধর করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

৬ আগস্ট জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীর ওপর হামলা চালায় পিযুষ অনুসারী ছাত্রলীগ কর্মীরা। এতে গুরুতর আহত হন তারা। এ সময় তাদের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ৭ আগস্ট আহতদের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম মামলা করেন। এই মামলার পর থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেন পিযুষ।

গ্রেপ্তার এড়াতে নিজের আস্তানায়ও অনেকদিন অনুপস্থিত ছিলেন তিনি। বুধবার ফের আস্তানায় ফিরেই আটক হন পিযুষ।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা