ধামরাইয়ে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৩
অ- অ+
ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ের হান্নান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ধাসরাইয়ের জয়পুরা এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা (সজাগ) নামে একটি এনজিওর পরিত্যক্ত ভবনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হান্নান ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের সোনা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, জয়পুরা এলাকায় একটি ভবনের ভেতরে মরদেহ পরে থাকতে দেখে স্থানীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিহত হান্নানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় প্রেস ক্লাবের বিবৃতি: মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ
কুমিল্লায় নার্সারি থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা