দুদকের সাবেক ডিডির বিরুদ্ধে বেনাপোল কাস্টমসের মামলা

আমদানি করা ৩১টি পণ্যচালানের বিপরীতে ২ কোটি ২ লাখ ৭০৮ টাকার রাজস্ব ফাঁকির তদবির চেষ্টার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিচালক (ডিডি) আহসান আলীর বিরুদ্ধে মামলা করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার সকালে বেনাপোল পোর্ট থানার মামলাটি করেন বেনাপোল কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জিএম আশরাফুল ইসলাম। মামলা নং-৩৮ (২৫/০৯/১৯)। বেনাপোল কাস্টমস অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে সহকারী রাজস্ব কর্মকর্তা জিএম আশরাফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘দুদকের ডিজি পরিচয়ে আহসান আলী রিতু ইন্টারন্যাশনাল ও জেড এইচ কর্পোরেশন নামে দুটি প্রতিষ্ঠানের আমদানি করা ৩১টি পণ্যচালানের বিপরীতে ২ কোটি ২ লাখ ৭০৮ টাকার রাজস্ব ফাঁকির তদবিরে ব্যর্থ হন। এরপর বেনামে দুদুক, রাজস্ব বোর্ডসহ বিভিন্ন দপ্তরে কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন।’
‘ফলে কমিশনার বেলাল শুল্কায়ন কাজে মনোনিবেশ করতে ব্যর্থ হওয়ায় চলতি অর্থ বছরে আগস্ট মাস পর্যন্ত অন্তত ৮০০ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়।’
আশরাফুল ইসলাম আরও বলেন, ‘আহসান আলী ০১৭৭০০২৯৪১০১ মোবাইল নম্বর থেকে কল ও এসএমএস করে কমিশনার বেলালসহ অন্য কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়েছেন। এছাড়া গত বছরের ১৯ নভেম্বর তিনি সশরীরে এসে কমিশনারকে চাপ সৃষ্টি করেন।’
‘নিরপত্তাজনিত কারণে কমিশনার বেলাল তার কক্ষে আহসান আলীর উপস্থিতি মোবাইলে ভিডিও করে করে রাখেন। এসব ভিডিও ক্লিপ, ফোনের অডিও ক্লিপ ও হুমকির এসএমএস মামলার সঙ্গে দাখিল করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সম্প্রতি বেনাপোল কাস্টমস হাউস ২ হাজার কোটি টাকা মূল্যের ৬৭ মণ (২ দশমিক ৫ মেট্রিক টন) ভায়াগ্রা আটক করে। আটককৃত এসব ভায়াগ্রার উপাদান ছেড়ে দেয়ার জন্য একটি মহল ও আহসান আলীর নেতৃত্বে চোরাকারবারি চক্র বেনাপোল কাস্টম হাউসের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার, অপপ্রচার ও প্রতিশোধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
এদিকে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলে রিপোর্ট দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড।
আহসান আলীর বিষয়ে জানতে চাইলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য ঢাকা টাইমসকে বলেন, আহসান আলী নামে একজন উপপরিচালক ছিলেন। কিন্ত একটি অভিযোগের ভিত্তিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বেনাপোল কাস্টমসের অভিযোগ ও মামলার বিষয়ে জানতে আহসান আলীর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, বেনাপোল পোর্ট থানায় আহসান আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্ত চলছে।’
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/ডিএম)

মন্তব্য করুন