এ কী হাল বাহুবলীর ভিলেনের!

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৯, ০৮:৩৯
অ- অ+
‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী অভিনেতা রান্না ডাগ্গুবতীর পূর্বের ও বর্তমানের শারীরিক অবস্থার চিত্র

ছবির কারণেই রোগা হতে হয়েছে ব্লকবাস্টার ‘বাহুবলী’ ছবির ভিলেন চরিত্রে অভিনয় করা বল্লালদেব ওরফে রানা ডাগ্গুবতীকে। কিন্তু তার স্বাস্থ্য নিয়ে চিন্তার শেষ নেই ভক্তদের। সম্প্রতি একটি প্রোমোশনাল পোস্ট শেয়ার করেছেন অভিনেতা রানা। সেই পোস্ট দেখে হতাশ তার ভক্তরা। বাহুবলী ভিলেনের স্বাস্থ্যের বর্তমান হাল দেখে চোখ কপালে উঠার মতো অবস্থা তাদের।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গেছে, অত্যন্ত রোগা হয়ে গেছেন অভিনেতা রানা। ছিপছিপে চেহারায় কালো ঘন চুল আর দাড়ি। ক্যামেরায় সহাস্য। ‘বাহুবলী’ সিনেমার সেই ভল্লালদেবের সঙ্গে কোনো মিলই নেই তার চেহারার। পোস্টের নিচে ভক্তরা লিখেছেন, ‘OMG!ডিয়ার, তুমি কী ঠিক আছো? আবার কেউ লিখেছেন, ‘আশা করি তুমি ভালোই আছো, মিস্টার রানা।’ ‘ভল্লালদেবের সঙ্গে কী হয়েছে, খুব রোগা লাগছে!’

প্রসঙ্গত, সাই পল্লবী পরিচালিত আসন্ন ছবি ‘ভিরাতা পারভাম’-এর জন্য তৈরি হচ্ছেন রানা। যেটির চিত্রনাট্য লেখা হয়েছে ১৯৯২ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে। ছবির জন্যই এই দক্ষিণী সুপারস্টারকে মেদ ঝরাতে হয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যেমের রিপোর্ট বলছে, এই আসন্ন সিনেমার কারণে রানা শরীর থেকে টন ওজন কমিয়েছেন। এই ছবি ছাড়াও ‘হাতি মেরে সাথী’ সিনেমায় মাহুতের চরিত্রে তাকে দেখা যাবে।

ঢাকাটাইমস/০২ অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা