পুলিশি বাধায় র‌্যালি পণ্ড

সরকারকে সভ্যভাবে সরে যেতে বললেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ১৯:০৭| আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৯:১৮
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভ্য মানুষের মতো ক্ষমতা থেকে সরে যেতে আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনি নেত্রী নন, নাট্যকার। সভ্যভাবে সরে যান।’

রবিবার বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে ‘জমায়েত ও শোক র‌্যালি’ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন ড. কামাল।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে পূর্ব ঘোষিত এ জমায়েতে ঐক্যফ্রন্টের ছোট ছোট দলগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি বিএনপির বিভিন্ন সারির নেতাকর্মীরা অংশ নেন।

গত রবিবার শিবির সন্দেহে ডেকে নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ইতিমধ্যে এরা গ্রেপ্তারও হয়েছে।

এই হত্যার প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত জমায়েত শেষে শোক র‌্যালি নিয়ে বের হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। শোক র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

এ সময় ঐক্যফ্রন্টের নেতারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কিছুটা কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। বাধা দেয়ায় সেখানেই দাঁড়িয়ে সরকারের কড়া সমালোচনা করেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, আজ দেশের মানুষকে বন্দি করে রেখেছে এই সরকার। কেউ কোনো কথা বলতে পারে না। সভা-সমাবেশ করতে পারে না। শোক র‌্যালি করতে পারে না। কিন্তু সরকার দলের লোকেরা ঠিকই সব কিছুই করতে পারে।

র‌্যালি করতে না দেয়ায় তিনি পুনরায় আবারও আগামী ২২ অক্টোবর শোক র‌্যালি ঘোষণা করেন। র‌্যালিতে গাড়ির মধ্যে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। পুলিশের বাধার মুখে তাকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়।

এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ র‌্যালিতে অংশ নেন।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/বিইউ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা