বাল্যবিয়ে পণ্ড, বরের খাবার গেল এতিমখানায়

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৯, ১৯:৩০

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক বাল্যবিয়ে পণ্ড হয়ে গেছে। বিয়ে দেয়ার আয়োজন করার অপরাধে কনের বাবা গোলামুর রহমানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিয়ের অনুষ্ঠানের অতিথিদের জন্য আয়োজন করা খাবার স্থানীয় লাউকরা এতিমখানায় দিয়ে দেয়া হয়।

শুক্রবার দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকরা গ্রামে কনের বাড়িতে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম বৈশাখী বড়ুয়া এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।

বাল্য বিয়ের শিকার হতে যাওয়া শিক্ষার্থী শাহরাস্তি উপজেলার ইছাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি পড়ুয়া ছাত্রী।

হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকরা গ্রামের গোলামুর রহমানের মেয়ে একই গ্রামের শহীদ উল্যাহর ছেলের সাথে বাদ জুমা বিয়ে হওয়ার কথা ছিল। কন্যার বয়স কম হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বিয়ে বন্ধ করে দিয়ে কন্যার বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় বিয়ের অনুষ্ঠানে আগত মেহমান ও বর পক্ষের জন্য আয়োজনকৃত সকল খাবার লাউকরা এতিমখানায় পাঠিয়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম বৈশাখী বড়ুয়া জানান, মেয়ের বিবাহের পূর্ণ বয়স না হওয়ায় তাকে বিয়ে দেয়ার অপরাধে কনের বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :