বাগদাদি ছিলেন ইহুদিদের চর: মার্কিন রাজনৈতিক বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৯, ০৯:০৬| আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৯:০৮
অ- অ+

সম্প্রতি নিহত হওয়া জঙ্গি সংগঠন আইএস এর শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি ইসরায়েলের চর ছিলেন বলে জানিয়েছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক এবং ভাষ্যকার কেভিন ব্যারেট। ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। খবর পার্সটুডের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রবিবার ঘোষণা করেন যে, আইএসের শীর্ষ নেতা বাগদাদিকে হত্যা করেছে মার্কিন বাহিনী। ট্রাম্পের এই ঘোষণাকে কেবিন ব্যারেট প্রহসন বলে মন্তব্য করেন। ব্যারেট বলেন, বাগদাদির হত্যার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন এবং যে ছবি দেখিয়েছেন তা নাটক ছাড়া আর কিছু নয়। ট্রাম্পের এই নাটকে জনগণের হাসা ছাড়া কোনো উপায় নেই।

মার্কিন বিশ্লেষক বলেন, আসল সত্য হচ্ছে এই যে, প্রকৃতপক্ষে বাগদাদি ইসরায়েলের চর ছিলেন। বহু রিপোর্ট থেকে একথা পরিষ্কার হয়েছে যে, ইসরায়েলের সুনির্দিষ্ট এক ব্যক্তি এই ভূমিকা পালন করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন যে, বাগদাদিকে হত্যার আগে যে অভিযান পরিচালনা করা হয়েছে তার ফুটেজ প্রকাশ করার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। তিনি বলেন, ‘ওই ভিডিওর অংশবিশেষ আমরা প্রকাশ করতে পারি। অভিযানের সময় আমি পর্যবেক্ষণ কক্ষ থেকে তা দেখেছি এবং একে আমার কাছে সিনেমার মতো মনে হয়েছে’।

ট্রাম্পের এ সমস্ত কথাবার্তা এবং ঘোষণাকে কেবিন ব্যারেট আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন।

ঢাকা টাইমস/৩০অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা