২৪৩ করে ফিরলেন আগারওয়াল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৯, ১৭:০১| আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৭:৪৭
অ- অ+

অবশেষে আগারওয়ালকে ফেরাতে পারল বাংলাদেশ। ৩৩০টি বল খেলে ২৮টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ২৪৩ রান করে ফিরলেন এই ভারতীয় ওপেনার। দলীয় ৪৩২ রানে মিরাজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেটে রাহির হাতে ক্যাচ হন তিনি।

আগারওয়ালের ব্যক্তিগত রান তখন ১৯৬। এমন সময় মেহেদী হাসান মিরাজের বলে ওয়াইড লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। টেস্টে এই দ্বিতীয়বার ডাবল সেঞ্চুরি করলেন আগারওয়াল। এর আগে গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১৫ করেছিলেন তিনি।

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে স্বাগতিক ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৪৫৪ রান। গতকাল টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৫০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। অর্থাৎ, ভারতের লিড ইতোমধ্যে ৩০০ ছাড়িয়েছে।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এর আগে চেতেশ্বর পূজারা ৫৪ ও অজিঙ্কা রাহানে ৮৬ রান করে আউট হয়েছেন। অধিনায়ক বিরাট কোহলি রানের খাতা খুলতে পারেননি। ভারতের এই চারটি উইকেটই নিয়েছেন টাইগার পেসার আবু জায়েদ রাহি।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
আমাদের সংগ্রাম আওয়ামী হিন্দুস্তানের বিরুদ্ধে: জাগপা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা