ফরিদপুরে দুই ‘জঙ্গি’ আটক

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৯, ২০:৪৮
অ- অ+

ফরিদপুর থেকে দুই ‘জঙ্গি’ সদস্যকে আটক করেছে র‌্যাব-২। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই, দুটি চাকু ও বোমা তৈরির বই উদ্ধার করা হয়। পরে তাদের নিয়ে ঢাকায় ফিরে যান র‌্যাব সদস্যরা। শুক্রবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের শিবরামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের রাজীব বিশ্বাস ও রাজবাড়ী সদর উপজেলার গৌরিপুর এলাকার নাইম সেক।

র‌্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকীসহ র‌্যাব সদস্যরা বলেন, ঢাকা থেকে বাসে উঠে দুই জঙ্গি শিবরামপুর বাসস্ট্যান্ডে এসে নামে। নজরদারি চালিয়ে তাদের পেছন পেছন আমরাও আসি। পরে তাদের শিবরামপুর বাসস্ট্যাান্ডে পলাশ শীলের দোকানের সামনে থেকে আটক করা হয়।

র‌্যাব জানায়, এই দুই জঙ্গি ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে লক্ষ্য করে কষ ছিল বলে আটকের সময় তারা জানিয়েছে।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বনানীতে পথশিশু ধর্ষণ 
তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরই: উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা