হ্যাটট্রিক সেঞ্চুরি করে হৃদয়ের বিশ্বরেকর্ড

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৯, ১৪:১৪
অ- অ+

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ইয়ুথ ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড গড়ছেন বাংলাদেশের তৌহিদ হৃদয়। ১৪ নভেম্বর অপরাজিত ১২৩, ১৭ নভেম্বর ১১৫ করার পর মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে ১১১ রান করেছেন বাংলাদেশের ১৮ বছর বয়সী এই ক্রিকেটার।

যুব ওয়ানডেতে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন। যুব ক্রিকেটের ইতিহাসে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড আছে ১১ জন ক্রিকেটারের। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে হৃদয়ের এটি পঞ্চম সেঞ্চুরি।

যুব ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি আছে পাকিস্তানের সামি আসলামের। তিনি ছয়টি সেঞ্চুরি করেন। ভারতের উন্মুখ চাঁদ করেছিলেন ৫টি সেঞ্চুরি। অর্থাৎ, সামি আসলামের পরই আছেন হৃদয় ও চাঁদ।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তৌহিদ হৃদয় ছাড়াও ভালো ব্যাট করেছেন প্রান্তিক নওরোজ নাবিল। ৬৫ রান আসে তার ব্যাট থেকে। সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। পরে টানা তিন ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত করে টাইগার যুবারা।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা