প্রয়াত শাহ মোহাম্মদ ফরহাদের জন্মবার্ষিকী উদযাপিত

তামিম হাসান, অস্ট্রিয়া
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ২২:২২
অ- অ+

ভিয়েনার বাংলা কমিউনিটির অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রিয়ার সাবেক সফল সভাপতি, বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বহুবার নির্বাচিত সভাপতি মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করলো বাংলাদেশ অস্ট্রিয়া কালচারাল একাডেমি।

এ উপলক্ষে মঙ্গলবার ভিয়েনার আফ্রো এশিয়ান ইনস্টিটিউটের হলরুমে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত শাহ মোহাম্মদ ফরহাদের সহধর্মিনী এবং বাংলাদেশ অস্ট্রিয়া কালচারাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জান্নাতুল ফরহাদ, একমাত্র কন্যা ফারজানা ফরহাদসহ অস্ট্রিয়া ও বাংলাদেশের নাগরিকবৃন্দ।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে আলোচনা সভার মূল আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

প্রয়াত শাহ মোহাম্মদ ফরহাদের কন্যা ফারজানা ফরহাদের সঞ্চালনায় আলোচনা সভায় অস্ট্রিয়ার স্থানীয় নাগরিকরা ছাড়াও ভিয়েনাস্থ প্রবাসী বাংলাদেশিরা মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের স্মৃতিচারণ করেন। এরপর বাংলাদেশ অস্ট্রিয়া কালচারাল অ্যাসোসিয়েশনের ক্ষুদে শিল্পীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন জান্নাতুল ফরহাদ।

অনুষ্ঠানের শেষে ফরহাদ স্মৃতি পাঠাগার থেকে প্রকাশিত স্মরণীয় পদচিহ্ন নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন জান্নাতুল ফরহাদ।

এই স্মরণিকায় প্রয়াত শাহ মোহাম্মদ ফরহাদকে নিয়ে ভিয়েনার প্রবাসী বাংলাদেশিদের আবেগ, অনুভূতি ও ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা