ভূঞাপুরে অবৈধ ইটভাটাকে ৮০ হাজার জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৯, ২১:৪০

অনুমোদন ছাড়া ইটভাটা করার দায়ে টাঙ্গাইলের ভূঞাপুরে আঁখি ব্রিকসের মালিক মো. নুরে আলম কে ৮০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয়েছে ওই ইটভাটার ম্যানেজারকে।

সোমবার দুপুরে উপজেলা পৌর শহরের শিয়ালকোল এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।

তিনি বলেন, কৃষি জমির উপর অনুমোদনহীন ও অবৈধভাবে ইটভাটা করার অপরাধে মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অনাদায়ে ইটভাটার ম্যানেজারকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়অ হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. নাসরীন পারভীন।

২০১৭ সালে আঁখি ব্রিকস নামে এই ইটভাটা যখন শুরু হয় তখন কৃষি জমি ও পরিবেশ রক্ষার্থে এলাকাবাসী মানবন্ধন করেন।

ঢাকাটাইমস/২৫নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :