ইউপি চেয়ারম্যানের মদের দোকানে সিলগালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ২০:৫১

ব্রাহ্মণবাড়িয়ায় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানের মালিকানাধীন মদের দোকানে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মদ ও ইয়াবা সেবনের দায়ে সাতজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মদ খাওয়ার অনুমতি নেই, এমন ক্রেতাদের কাছে মদ বিক্রির দায়ে গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত এ দোকানটি সিলগালা করে।

আটকরা হলেন- হেদায়েত উল্লাহ, আশেফ, সাদ্দাম হোসেন, রিপন মিয়া, ইকবাল মিয়া, কালু সরকার ও জাহান মিয়া। তাদের মধ্যে হেদায়েত উল্লাহ, আশেফ ও রিপন মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও প্রতিজনকে তিন হাজার টাকা জরিমানা এবং বাকি চারজনকে ১০ দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে রাত সাড়ে আটটা থেকে রাত পৌনে দুইটা পর্যন্ত আনন্দবাজার এলাকায় অভিযান চালানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ওই অভিযানে মদ ও ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে সাতজনকে আটক করা হয়।

(ঢাকাটাইসম/০৫ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :